Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধের প্রথম দিনে ইউক্রেনের ১৩৭ নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৪৩

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশে রুশ হামলার প্রথম দিনে ১৩৭ নাগরিক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন একা লড়াই করে যাচ্ছে।

ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আজ আমরা আমাদের ১৩৭ জন নায়কদের, আমাদের নাগরিক, সামরিক ও বেসামরিক ব্যক্তিকে হারিয়েছে। তিনি জানান, প্রথম দিনের রুশ হামলায় আহত হয়েছেন আরও ৩১৬ জন ইউক্রেনের নাগরিক।

বিজ্ঞাপন

মিত্রদের ব্যাপারে অভিযোগ করে জেলেনস্কি বলেন, ‘আমাদের দেশকে রক্ষার জন্য আমরা একা লড়াই করছি। আমাদের সঙ্গে মিলে কে যুদ্ধ করতে প্রস্তুত? আমি কাউকে দেখি না।’

প্রথম দিনে ইউক্রেনে কমপক্ষে ১২ জন রুশ সেনার মৃত্যুর খবর জানিয়েছে রাশিয়া। হামলার প্রথম দিনটিকে সফল বলে মনে করছে মস্কো।

এদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে রুশ হামলার পর এ পর্যন্ত ইউক্রেনের ১ লাখ নাগরিক ঘরছাড়া হয়েছেন। এছাড়া কয়েক হাজার নাগরিক ইউক্রেন ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন 

এর আগে, বৃহস্পতিবার ইউক্রেন স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল ৯টায়) ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দিনভর জলে, স্থলে, অন্তরীক্ষে তিন দিক থেকে ইউক্রেনের ৮০টির বেশি সামরিক ও বেসামরিক স্থাপনায় অভিযান চালিয়েছে রুশ সেনারা।

সারাবাংলা/আইই

ইউক্রেন জেলেনস্কি রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর