ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অগ্রহণযোগ্য: এরদোগান
২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৭:২৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১১:১১
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে আঞ্চলিক শান্তির উপর ‘বড় আঘাত’ বলে মনে করে তুরস্ক। বৃহস্পতিবার ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্রটির প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান এক টেলিভিশন ভাষণে ইউক্রেনে রুশ হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছেন।
এরদোগান তার ভাষণে বলেন, ‘আমরা রাশিয়ার সামরিক অভিযানকে প্রত্যাখ্যান করি। এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উপর একটি বড় আঘাত।’
এরদোগান বলেন, আঙ্কারা ইউক্রেনে বসবাসকারী প্রত্যেকের— বিশেষ করে তুর্কি নাগরিক, তাতার ভাই-বোনদের— নিরাপত্তা নিশ্চিত করতে তার ভূমিকা পালন করবে।’
টেলিভিশনে ভাষণ দেওয়ার আগে এরদোগান ইউক্রেনের প্রেসিডেন্ট ভালদোমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। ফোনালাপে তিনি সার্বভৌমত্ব বজায় রাখতে ইউক্রেনের সংগ্রামের প্রতি তুরস্কের সমর্থন ব্যক্ত করেন।
আরও পড়ুন
- নতুন লৌহ যবনিকার শব্দ শোনা যাচ্ছে: জেলেনস্কি
- জেলেনস্কির পক্ষে পুতিনকে ফোন দিলেন ম্যাখোঁ
- যুদ্ধের প্রথম দিনে ইউক্রেনের ১৩৭ নাগরিকের মৃত্যু
- পুতিনকে বুঝতে হবে, ন্যাটোর হাতেও পরমাণু অস্ত্র আছে: ফ্রান্স
একই দিন তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি নিরাপত্তা সম্মেলনে সভাপতিত্ব করে এরদোগান। এসময় তিনি ইউক্রেনের উপর মস্কোর সামরিক হামলার সমালোচনা করেন। মস্কোর এমন পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন।
ওই নিরাপত্তা সম্মেলনে এরদোগান বলেন, ‘আমরা রাশিয়ান ফেডারেশনকে যত তাড়াতাড়ি সম্ভব এই অন্যায্য এবং বেআইনি পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। তুরস্ক ইউক্রেনের রাজনৈতিক ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন অব্যাহত রাখবে।’
এর আগে, বৃহস্পতিবার ইউক্রেন স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল ৯টায়) ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দিনভর জলে, স্থলে, অন্তরীক্ষে তিন দিক থেকে ইউক্রেনের ৮০টির বেশি সামরিক ও বেসামরিক স্থাপনায় অভিযান চালিয়েছে রুশ সেনারা। রুশ হামলার প্রথম দিনে ইউক্রেনের ১৩৭ নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি। অন্যদিকে মস্কো জানিয়েছে, প্রথম দিনের অভিযানে রাশিয়ার ১২ জন সেনা প্রাণ হারিয়েছেন।
সারাবাংলা/আইই