সারাদেশে পালিত হচ্ছে ভোটার দিবস
২ মার্চ ২০২২ ১৪:৪২
ঢাকা: ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার।’ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার (২ মার্চ) দেশে চতুর্থ বারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি র্যালি বের করা হয়। পরে এটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র্যালিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর, আনিছুর রহমান এবং ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রার শুরুতে পায়রা অবমুক্ত করেন সিইসি ও কমিশনাররা।
এদিকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আউয়াল কমিশন নিয়োগ পাওয়ার পর এটা তাদের প্রথম অনুষ্ঠান। সেখানে সব কমিশনারদের উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।
সারাবাংলা/জিএস/এএম