Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডেন্টাল ভর্তি পরীক্ষায় ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র বিতরণ হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২২ ১২:৪০

ঢাকা: ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, মহামারির সময়ে একদিকে আমরা করোনা নিয়ন্ত্রণে কাজ করেছি, অন্যদিকে প্রতিবছরই ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পেরে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিয়েও কাজ করেছি। আজকের পরীক্ষাটিও সুশৃঙ্খলভাবে নেওয়াসহ পরীক্ষায় কোনো অনিয়ম যেন না হয় সেজন্য সব ব্যাবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে এ বছর প্রশ্নপত্র বিতরণ হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। আগামীতে পরীক্ষার মান আরও বাড়ানোর লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ এপ্রিল) ডেন্টাল ভর্তি পরীক্ষার কেন্দ্র রাজধানীর সরকারি তিতুমীর কলেজ পরিদর্শনের পর মন্ত্রী এসব কথা বলেন। এদিন সারাদেশে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

আরও পড়ুন- কলেরার ভ্যাকসিন দেওয়া হবে মে মাসে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস প্রথম বর্ষে আসন ৫৪৫টি, বেসরকারিতে আসন ১ হাজার ৪০৫টি। সব মিলিয়ে ১ হাজার ৯৫০টি আসনের বিপরীতে এই ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৬৫ হাজার ৯০৭ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে ৩৩.৮ জন এবং কেবল সরকারি প্রতিষ্ঠানে প্রতি আসনের বিপরীতে ১২১ জন করে পরীক্ষার্থী অংশ নিয়েছেন ২৬টি স্থানের ৯২৯টি হলে।

বিজ্ঞাপন

পরীক্ষা শুরুর পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি কেন্দ্রে পরীক্ষার্থীদের পরীক্ষার খোঁজখবর নেন। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক এনায়েত হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সঙ্গে এসএসসি ও  এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত ২০০ নম্বরসহ মোট ৩০০ নম্বরের মধ্যে ভর্তিচ্ছুদের মূল্যায়ন করা হবে। মুক্তিযোদ্ধা, উপজাতি ও অ-উপজাতিতের জন্য নির্ধারিত আসন বাদে জাতীয় মেধায় ৮০ শতাংশ জেলা কোটায় ২০ শতাংশ শিক্ষার্থী সুযোগ পাবেন।

সারাবাংলা/টিআর

বিডিএস ভর্তি পরীক্ষা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর