সিরাজগঞ্জ: গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি বৃহস্পতিবার (২৮ এপ্রিল) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী বলেন, ‘গতকাল বুধবার (২৭ এপ্রিল) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের প্রশাসনিক ভবন-১-এ অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫তম সভায় এ ব্যাপারে প্রস্তাব উত্থাপন করেন সভার সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এসময় উপস্থিত সদস্যরা এ ব্যাপারে একমত পোষণ করেন।’
এসময় উপাচার্য বলেন, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেশনজট এড়ানো ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলেও জানান জনসংযোগ কর্মকর্তা।
উল্লেখ্য, ঈদের ছুটি শেষে আগামী ১০ মে মঙ্গলবার থেকে একযোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা ও দাফতরিক কাজ শুরু হবে।