আমিন জুয়েলার্সের বাকি স্বর্ণ মিলল গোপালগঞ্জে
১৭ এপ্রিল ২০১৮ ১৮:৪৪ | আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ২১:২৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর গুলশান-২ ডিসিসি মার্কেটের আমিন জুয়েলার্সের হারানো স্বর্ণের বাকি অংশ উদ্ধার করা হয়েছে গোপালগঞ্জ থেকে। আমিন জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তারক্ষী প্রধান আব্দুস সোবহানের গ্রামের বাড়ি থেকে অভিযান চালিয়ে পুলিশ স্বর্ণগুলো উদ্ধার করেন।
মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেল ৫টায় গুলশান থানা পুলিশ অভিযান চালায়।
গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন মোবাইল ফোনে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে গোপনীয়তার স্বার্থে এর বেশি তথ্য দেননি এ পুলিশ কর্মকর্তা।
সালাহউদ্দিন জানান,আমিন জুয়েলাসের হারানো স্বর্ণ উদ্ধারে নিরাপত্তা প্রহরীদের প্রধান আব্দুস সোবহানের বাড়িতে অভিযান চালানো হচ্ছে।
এর আগে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বড়ালি গ্রাম থেকে ২১১ ভরি স্বর্ণ ও ১১ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। ফরিদগঞ্জ থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার (১৭ এপ্রিল) এই স্বর্ণ ও টাকা উদ্ধার করে গুলশান থানা পুলিশ।
সারাবাংলা/ইউজে/এমএইচ/এমএস
আরও পড়ুন
আমিন জুয়েলার্সের স্বর্ণ ও টাকা মিলল চালের ড্রামে
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook