‘আসানি’র প্রভাবে রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত
১০ মে ২০২২ ২৩:৩৮
রাঙ্গামাটি: মেঘের উপত্যকা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পূর্বনির্ধারিত ভ্রমণ সফরসূচি বাতিল করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আসানি’র প্রভাবে এই সফর বাতিল হলো।
মঙ্গলবার (১০ মে) রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখার প্রটোকল কর্মকর্তা মো. নবীরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির আগামী ১২ থেকে ১৪ মে রাঙ্গামাটি জেলার সফরসূচি ঘূর্ণিঝড় ‘আসানি’র প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হবে।
আরও পড়ুন- ৯ থেকে ১৪ মে সাজেকের কটেজ-রিসোর্ট বন্ধ
এদিকে, মঙ্গলবার রাত ১১টায় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানও রাষ্ট্রপতির সাজেক ভ্রমণ সফরসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাঙ্গামাটির সাজেকে রাষ্ট্রপতির তিন দিনের সফরের কথা ছিল। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এ কারণে তার সফরটি স্থগিত করা হয়েছে।
রাষ্ট্রপতির সাজেক ভ্যালিতে আগমনকে কেন্দ্র করে সাজেকের বেশকিছু রিসোর্ট বুকিং দেওয়া হয়েছিল। ৯ থেকে ১৪ মে পর্যন্ত সাজেকের সব রিসোর্ট ও কটেজে পর্যটকদের উপস্থিতি নিরুৎসাহিতও করা হয়েছিল। এ অবস্থায় রাষ্ট্রপতির সফর বাতিল হলে সাজেকের কটেজ-রিসোর্ট মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছেন।
সারাবাংলা/টিআর