Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের কবজি ‘বিচ্ছিন্নকারী’ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২২ ২৩:১২ | আপডেট: ১৯ মে ২০২২ ২৩:১৩

হাসপাতালে কনস্টেবল জনি খান, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: কুপিয়ে পুলিশ কনস্টেবলের হাত থেকে কবজি বিচ্ছিন্নের ঘটনায় মূল অভিযুক্ত কবিরকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৯ মে) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার সারাবাংলাকে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় মূল আসামি কবিরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব। কীভাবে গুলিবিদ্ধ হয়েছে, এ সংক্রান্ত অভিযানের বিস্তারিত আমরা এখনো সংশ্লিষ্ট টিমের কাছ থেকে জানতে পারিনি। অভিযান এখনো চলমান আছে।’

কবির আহামদ (৩৫) লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের লালারখীল গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। এ ঘটনায় এর আগে তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন-

কুপিয়ে কনস্টেবলের কবজি বিচ্ছিন্ন করে পালাল আসামি

কুপিয়ে কনস্টেবলের কবজি বিচ্ছিন্ন: হামলাকারীর স্ত্রী গ্রেফতার

প্রশংসায় ভাসছেন পুলিশের বিচ্ছিন্ন কবজি জোড়া লাগানো সেই চিকিৎসক

গত রোববার (১৫ মে) সকাল পৌনে ১০টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর লালারখিল ওয়ার্ডে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হন পুলিশ কনস্টেবল জনি খান। আসামি কবির আহামদ কনস্টেবল জনিকে ধারালো দা দিয়ে কুপিয়ে তার বাম হাত থেকে কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যান।

পুলিশ অভিযানে নিয়ে গিয়েছিল কবিরের বিরুদ্ধে মারামারির ঘটনায় দায়ের করা মামলার বাদী আবুল হোসেন কালুকেও। পালিয়ে যাওয়ার সময় কবির বাদী কালুকেও কুপিয়ে আহত করেন। আহত জনি খান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে লোহাগাড়া থানায় কবির ও তার স্ত্রী রুবি আক্তার এবং কবিরের মাকে আসামি করে মামলা দায়ের করে। ঘটনার পরদিন রুবিকে বান্দরবান জেলার লামা থেকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

কবজি বিচ্ছিন্ন টপ নিউজ পুলিশ কনস্টেবল জনি খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর