দুর্নীতির অভিযোগে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত
২৪ মে ২০২২ ১৮:২৮
ভারতের পাঞ্জাবে দুর্নীতির অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলাকে বরখাস্ত করেছেন আম আদমি পার্টির (এএপি) প্রাদেশিক নেতা ও মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এ ঘটনায় নিজ দলের মুখ্যমন্ত্রীর প্রসংশা করেছেন এএপি’র শীর্ষ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। খবর এনডিটিভি।
বিজয় সিংলাকে বরখাস্ত করার পরপরই তাকে গ্রেফতার করেছে পুলিশ। দরপত্র পাস করার জন্য এক শতাংশ ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের প্রসংশা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিজয় সিংলাকে বরখাস্ত করার বিষয়ে দেওয়া ভগবন্ত মানের এক ভিডিও ভাষণ শেয়ার করে এক টুইটে তিনি বলেন, ‘আপনাকে নিয়ে গর্বিত ভগবন্ত। আপনার এই কাজ আমার চোখে পানি এনেছে। পুরো জাতি আজ এএপি নিয়ে গর্ব করছে।’
এর আগে, ২০১৫ সালে দুর্নীতির অভিযোগে এক মন্ত্রীকে বরখাস্ত করেছিলেন এএপি’র প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
প্রাদেশিক নির্বাচনে এএপি’র বিপুল বিজয়ের পর মাত্র দুই মাস আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভগবন্ত। আর মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে এমন পদক্ষেপ নিলেন তিনি।
সারাবাংলা/এনএস