Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২২ ২২:৪৫

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর থানায় কর্মরত পুলিশ কনেস্টবল রুহুল আমিনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই পুলিশ কনস্টেবল।

অভিযোগে জানা যায়, রুহুল আমিন পঞ্চগড় জেলার সদর উপজেলার ডাঙ্গাপাড়া মৃত আব্দুর রশিদের ছেলে। ঠাকুরগাঁওয়ে কর্মরত থাকলেও কর্তৃপক্ষকে ফাঁতি দিয়ে তিনি বেশির ভাগ সময়ে নিজ বাড়ি পঞ্চগড়ে থাকেন। আর ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখল করেন।

চাচাতো ভাই নূরুল হক বলেন, ‘রুহুল আমিন ও নূর ইসলাম আমার ১৬ শতাংশ জমি দখল করে আছে। দখল ফিরে চাইলে উল্টো হুমকি দেয়। এ ব্যাপারে সমাধান চেয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছি।’

প্রতিবেশী আনোয়ারুল হক বলেন, ‘রুহুল আমিন আমার আপন ভাইস্তা। সে এলাকায় এসে মানুষের সঙ্গে গণ্ডগোল করে। সে ও তার ভাইরা মিলে ইতিপূর্বে এলাকায় ১০ শতাংশ জমিসহ মোশারফের বাড়ি দখল করেছে।’

এলাকার বাসিন্দা আব্দুল ওহাব বলেন, ‘রুহুল ও তার ভাইরা মিলে আমার ২১ শতাংশ জমি দখল করে আছে। এ ব্যাপারে কথা বলতে গেলে বিভিন্ন ভাবে হুমকি দেয়।’

আরেক প্রতিবেশী গোলাম রব্বানী (সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট) বলেন, ‘ইতিপূর্বে তারা আরও এধরনের ঘটনা ঘটিয়েছিল।’

পঞ্চগড় সদর থানার উপ-পুলিশ পরিদর্শক বেলাল হোসেন বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ এসেছিল। বিষয়টি সমাধানের চেষ্টাও করা হয়েছে।’

তবে পুলিশ কনেস্টবল রুহুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’

ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এ ব্যাপারে কি অভিযোগ দিয়েছিল, কে দিয়েছিল, বিষয়টি আমার জানা নেই। ইতিপূর্বে একটা পেপারিং হয়েছিল একজন পুলিশ কনেস্টবল সে বাসায় যায় না, এরকম। জমি দখলের অভিযোগ বিষয়ে জানা নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

জমি দখল পুলিশ কনস্টেবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর