যানজট ও জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি সাক্কুর
১২ জুন ২০২২ ২০:২৬
কুমিল্লা: নির্বাচিত হলে নগরীর প্রধান সমস্যা যানজট ও জলাবদ্ধতা নিরসন কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
নিজের নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি দেন সাক্কু। রোববার (১২ জুন) দুপুরে নগরীর নানুয়ার দীঘির পাড়ে ইশতেহার ঘোষণা করেন তিনি।
ঘোষিত ইশতেহারে তিনি বলেন, নগরীর প্রধান সমস্যা যানজট ও জলাবদ্ধতা নিরসনকে গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও অবকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও আইসিটি খাতে আরও উন্নয়ন করা হবে।
কুসিক মেয়র নির্বাচিত হলে উল্লেখিত খাতগুলো অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে বলে প্রতিশ্রুতি দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।
তফসিল অনুযায়ী কুমিল্লা সিটির ভোট আগামী ১৫ জুন। এবার কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া হবে। সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন।
কুমিল্লা সিটি করপোরেশনের এটি তৃতীয় নির্বাচন। এর আগে দুই নির্বাচনেই মেয়র পদে নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং দ্বিতীয়বার ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। এবার ফের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এই নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। এছাড়া আরেক বিএনপি নেতা নিজামুদ্দিন কায়সারও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।
সারাবাংলা/এনএস