বাজেট ডিব্রিফিং সেশনে এমপিদের পারস্পরিক অংশগ্রহণ বাড়ানোর আহ্বান
২০ জুন ২০২২ ২০:০১
ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাজেট ডিব্রিফিং সেশনে সংসদ সদস্যদের পারস্পরিক অংশগ্রহণ বাড়াতে হবে। সংসদ সদস্যরা এ সেশনগুলোতে আগ্রহের সঙ্গে অংশ নিলেই ডিব্রিফিং কার্যক্রম সফল হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
সোমবার (২০ জুন) জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি সহায়তায় ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় এবং জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট অ্যানালাইসিস ও মনিটরিং ইউনিটের (বামু) বাস্তবায়নে ‘বাজেট হেল্প ডেস্ক ২০২২’-এর আওতায় ‘সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এবং যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ এবং সূচনা বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
পরে বাংলাদেশের প্রেক্ষাপটে ‘ইমপ্যাক্ট অব মেগা প্রজেক্টস ইন ইকোনমিক ডেভেলপমেন্ট’- এর ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ এবং ‘ডায়নামিকস অব ফরেইন এইড অ্যান্ড ফিউচার চ্যালেঞ্জেস’-এর ওপর আলোচনা করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন। সেশনে আমন্ত্রিত রিসোর্স পারসনদের আলোচনার ওপরে আগত সংসদ সদস্যরা অংশ নেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাজেট হেল্প ডেস্কের মাধ্যমে দেশীয় অর্থনীতি, মেগা প্রকল্প, বৈদেশিক সহায়তা, বাজেট পর্যালোচনাসহ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য-উপাত্ত বিশ্লেষণপূর্বক পরিবেশন করা হয়। তাই বাজেট ডিব্রিফিং সেশনের গুরুত্বের কথা বিবেচনা করে আগামী বছর থেকে বাজেট অধিবেশনের আগেই সংসদ সদস্যদের জন্য বাজেট হেল্প ডেস্কের সহায়তায় ডিব্রিফিং সেশনের আয়োজন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বাজেট ডিব্রিফিং সেশনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, আ ফ ম রুহুল হক ও ওয়াসিকা আয়শা খানসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়ন, সিপিডি, ডিটি গ্লোবাল, বামু’র সদস্যসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফাইল ছবি
সারাবাংলা/এএইচএইচ/টিআর
ড. শিরীন শারমিন চৌধুরী বাজেট ডিব্রিফিং সেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী