প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিল যুক্তরাজ্য আওয়ামী লীগ
২১ এপ্রিল ২০১৮ ২১:৪২
।। সারাবাংলা ডেস্ক ।।
বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় পদার্পণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য ও ইউরাপ আওয়ামী লীগ।
শনিবার (২১ এপ্রিল) লন্ডনের ওয়েস্ট মিনিস্টারের সেন্ট্রাল হলে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগ ওই সংবর্ধনার আয়োজন করে। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও ওই অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।
তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বক্তব্য রাখেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা এবং সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী। এসময় তিনি আগামী নির্বাচনে তরুণদের মনোনয়ন দেয়ার আহবান জানান।
বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের সমালোচনা করে বলেন, ‘ভাঙ্গা স্যুটকেস কি জাদুর বাক্স হয়ে গিয়েছিলো? সেখান থেকে কোকো-১, কোকো-২, কোকো-৬ পর্যন্ত বেরোলো, ইন্ড্রাস্ট্রি বেরোলো, ব্যাংকের মালিক হলো, আর সেই ছেড়া গেঞ্জির থেকে ফ্রেঞ্চ স্টিফন বেরোলো, কত রঙ্গ তামাশা আমরা বাংলাদেশে দেখলাম। বাংলাদেশের মানুষ খাবার পায়, খাবার পায়না তার ঠিক ঠিকানা নেই, কিন্তু নিজেদের বিলাস-বেশ, সাজ পোশাক সেগুলো সব ঠিক ছিলো।’
তিনি আরও বলেন, ‘ওনাদের ক্ষমতার সময় বাংলাদেশের মানুষ খাবার পেতো না, দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো, কিন্তু তাদের নিজেদের ব্র্যান্ড ঠিক থাকতো। দামী দামী গাড়ি, বাড়ি, স্যুট, এতো টাকা তারা কোথায় পেতেন? একটাই পথ, দুর্নীতি করা। সাধারণ মানুষের টাকা মারা। মানুষের ভাগ্য কেড়ে নেয়া। দামী দামী গাড়ি, এতো বিলাস বাসনা আসে কোত্থেকে, সেটিই তো বড় প্রশ্ন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মানবাধিকার রক্ষার জন্য যারা কাঁদে, তাদের কাছে মানবাধিকারের অর্থ কি জানতে ইচ্ছা করে। তাদের কাছে অর্থ মানে অর্থ । তারা ক্ষমতায় থেকে এতো টাকা কামাই করেছিল যে অর্থ দিয়েই মানবাধিকার হচ্ছে। যুদ্ধপরাধী ও তাদের পরিবারের মানবাধিকার যারা দেখে, তাদের বলতে চাই ৩০ লাখ শহীদের পরিবারেরও মানবাধিকার আছে।’
প্রসঙ্গত, ২৫ তম কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে যোগ দিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রোববার ৮ দিনের সফরে ঢাকা ছাড়েন তিনি।
সারাবাংলা/এমআইএস/