Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সম্মিলিত আবৃত্তি জোটের নেতৃত্বে ফারুক-মুজাহিদ

সারাবাংলা ডেস্ক
২২ জুলাই ২০২২ ১৯:৪৮

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে সম্মিলিত আবৃত্তি জোটের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২২-২০২৪ বছরের জন্যে সর্বসম্মতিক্রমে উচ্চারক আবৃত্তি কুঞ্জের ফারুক তাহেরকে সভাপতি এবং তারুণ্যের উচ্ছ্বাসের মো. মুজাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জোটের ২১টি সংগঠনের আবৃত্তিকর্মীরা অংশ নেন।

সম্মিলিত আবৃত্তি জোটের বিদায়ী সভাপতি অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, কবি ও সাংবাদিক ওমর কায়সার বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ছিল সাংগঠনিক সভায় জোটের ২০২২-২০২৪ কার্যবছরের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারেরর দ্বায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুম আহমেদ, সংগঠক আবদুল হালিম দোভাষ, মাসুদ বকুল এবং মিলি চৌধুরী।

সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া জোটের বিভিন্ন পদে বোধন আবৃত্তি পরিষদের প্রনব চৌধুরী, দৃষ্টি চট্টগ্রামের বনকুসুম বড়ুয়া, মুক্তধ্বনি আবৃত্তি সংসদের মছরুর হোসেন, অঙ্গণ চবির শাহরীয়ার তানজিম, স্বপ্নযাত্রীর আলী প্রয়াস, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্রের অনির্বান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের উম্মে সালমা নিঝুম, প্রমিতি সাংস্কৃতিক একাডেমির ইকবাল হোসেন জুয়েল, চট্টলা আবৃত্তি একাডেমির সুপ্রিয়া চৌধুরী, প্রহর সাংস্কৃতিক প্রাঙ্গণের বর্ষা চৌধুরী, বৈখরী আবৃত্তি আলয়ের ঐশী পাল, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের অঞ্চল চৌধুরী, শৈশব বাচিক চর্চা কেন্দ্রের মিলি চৌধুরী, ডিঙ্গীর আনোয়ারুল ইসলাম বাপ্পী, চট্টগ্রাম আবৃত্তি একাডেমির আসাদ উজ্জ্বল, পাণ্ডুলিপির শাহেদুল ইসলাম, স্বদেশের মোহাম্মদ সেলিম ভূইয়া, উদীড়নের মাহফুজা হক এবং প্রত্যয়ের আবদুল্লাহ ফারুক রবি নির্বাচিত হয়েছেন।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি জোট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর