কিয়েভে মার্কিন প্রতিনিধি দল
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২২ ১৫:০৮
২৪ জুলাই ২০২২ ১৫:০৮
ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন।
শনিবার (২৩ জুলাই) ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূত অ্যাডাম স্মিথের নেতৃত্বে প্রতিনিধিদলটি জেলেনস্কির সঙ্গে দেখা করে।
এ সময় রুশ আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলটি।
পাশাপাশি, ইউক্রেনকে আরও অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহের আশ্বাস দিয়ে তারা আরও বলেন, কেবল যুক্তরাষ্ট্রই নয়, তাদের সব মিত্র দেশও রুশ আগ্রাসন বন্ধে সর্বাত্মক সহযোগিতা করে যাবে।
প্রসঙ্গত, ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়েছে রুশ সেনারা।
সারাবাংলা/একেএম