Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে দুই বাসের সংঘর্ষ, নিহত ১


২৩ এপ্রিল ২০১৮ ১১:৩৫ | আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ১২:১৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
 
ঢাকা: রাজধানীর শাহবাগে ইউবিএল ক্রসিংয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মিজান কাজী (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ৮ যাত্রী।

সোমবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৫ টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের  ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন সুধী চন্দ্র (২৫), বাবু (২১), শাহীন (২১), জয়নাল আবেদীন (৫০), রিফাত (২৫), রাকিব (২০), সালাউদ্দিন (২৫) ও মরন চাদ (৪৫)।

ঢাকা মেডিকেল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মিজান পেশায় গাড়ী চালক ছিলেন। তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত জয়নাল ও রিফাতের অবস্থাও গুরুতর। বাকিরা সুস্থ আছেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার রেজা জানান, ভোরে সুপ্রভাত ও অপর আর একটি বাস রাজধানীর ইউবিএল ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসআর/জেডএফ

আরও পড়ুন…

প্রতিদিন সড়ক দুর্ঘটনায় পঙ্গু হচ্ছে ১৫০ জন!
নিরাপদ সড়কের জন্য দরকার আইনের কঠোর প্রয়োগ
ফুটওভার ব্রিজ ব্যবহার না করে আইন ভাঙার প্রতিযোগিতা

রাজিবকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় : হাইকোর্ট

রাজিবের দুর্ঘটনায় দুই বাসের চালক গ্রেফতার

রাজীবকে বাঁচানো গেল না

সড়ক দুর্ঘটনা: যে সমস্যার সমাধান দেশে কখনোই খোঁজা হয়নি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর