Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়ের বাল্যবিয়ে, মা-ভাইয়ের ৬ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২২ ১৯:৪৬

দিনাজপুর: জেলার হাকিমপুর উপজেলার হিলিতে গোপনে মিমি (১৬) নামের এক মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মেয়ের মা ও বড় ভাইকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর এ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- ওই গ্রামের মাসুদের স্ত্রী জোসনা বেগম ও তার ছেলে সোহাগ হোসেন।

এ বিষয়ে মোহাম্মদ নুর এ আলম বলেন, ‘গোপনে নিজের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বিয়ে আয়োজন করেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম নামক গ্রামের অভিযান চালিয়ে মেয়ের মা ও বড় ভাইকে আটক করা হয়। পরে বাল্যবিয়ে নিরোধ আইনে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।’

তিনি আরও বলেন, ‘বাল্য বিয়ের বিষয়ে কোনো ছাড় নেই। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।’

সারাবাংলা/এনএস

দিনাজপুর বাল্যবিয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর