Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনে আসেন, দেখা যাবে জনপ্রিয়তা কার বেশি’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২২ ২১:১৮

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, শক্তি পরীক্ষা করবেন, বড় বড় কথা না বলে আগামী নির্বাচনে আসেন। প্রতিদ্বন্দ্বিতা হবে, দেখা যাবে জনপ্রিয়তা কার বেশি।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রাকৃতিক দুযোগ প্রশমনে বঙ্গবন্ধুর দর্শন ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা ও বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় জননেত্রী শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিদের মাধ্যমে দুঃস্থদের মাঝে বস্ত্রবিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘সরকার খাদের কিনারে, যেকোনো সময় পতন ঘটতে পারে? এই কথা শুনছি ১৩ বছর ধরে।’

১৩ বছর ধরে বিএনপির আন্দোলনের হুমকি-ধামকির সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘এরা শুধু দিন-তারিখ-সময় দিয়েছে। দেখতে দেখতে ১৩ বছর। ১৩ বছরে একদিনেও একটা আকর্ষণীয় মিছিল তারা নেত্রীর মুক্তির দাবিতে এই শহরে করতে পারেনি।’

তিনি বলেন, ‘তাদের নেতিবাচক রাজনীতি, আন্দোলনেও তারা ফেইল। নির্বাচনেও ফেইল। শক্তি পরীক্ষা করবেন, বড় বড় কথা না বলেন, আগামী নির্বাচনে আসেন। প্রতিদ্বন্দ্বিতা হবে, দেখা যাবে জনপ্রিয়তা কার বেশি।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার জনপ্রিয়তা সারা দুনিয়া প্রশংসা করে। আর আপনারা হিংসায় মরেন। এই হিংসা করতে করতে সরকারের পতন ঘটাতে ঘটাতে ১৩টা বছর চলে গেল। এখন মানুষের প্রশ্ন, কবে দেখা দেবে সোনার হরিণ? কবে দেখা দেবে ক্ষমতার ময়ূর সিংহাসন? সব স্বপ্ন, স্বপ্ন দেখতে দেখতে, রঙিন খোয়াব দেখতে আপনারাই এখন খাদের কিনায়ায়। পড়ে যাবেন বেশি দেরি নয়।’

বিজ্ঞাপন

উপ-কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ এমপির সভাপতিত্বে সভা পরিচালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কামরুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের নির্বাচন বিএনপি সাধারণ সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর