Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক অবরোধ করে সিলেটে চা শ্রমিকদের আন্দোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২২ ১৮:৩১

সিলেট: ৩০০ টাকা মজুরির দাবিতে সিলেটে বিক্ষোভ, সড়ক অবরোধ করেছে চা শ্রমিকদের একাংশ। রোববার (২১ আগস্ট) সকাল থেকে শহরতলীর মালনিছড়া চা বাগান এলাকায় অবস্থান নেন শ্রমিকদের একাংশ। পরে তারা লাক্কাতোড়া এলাকায় এসে বিক্ষোভ মিছিল করে।

একপর্যায়ে আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে অবস্থান নেন। এতে করে ভিআইপি রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরে বেলা দুইটার দিকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর আশ্বাসের প্রেক্ষিতে চা শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেন। তবে শ্রমিকরা বাগান এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলো।

এদিকে, শনিবারের বৈঠকের পর শ্রমিকদের একাংশ বিক্ষোভে না নামলেও তারাও কাজে যোগ দেয়নি।

সারাবাংলা/এমও

৩০০ টাকা মজুরির দাবি চা শ্রমিকদের আন্দোলন সড়ক অবরোধ সিলেট

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর