Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাজসেবার শূন্য পদে নিয়োগ দ্রুত শেষের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২২ ২০:৩৩

ঢাকা: সমাজসেবা অধিদফতরের বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে দ্রুত শেষ করার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে কমিটির সদস্য শিবলী সাদিক, নাসরিন জাহান, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আ কা ম সরওয়ার জাহান বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ এবং রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রম আগের চেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে। কিন্তু তাদের জনবলের অভাব আছে। তাদের জনবল বাড়াতেই হবে। কমিটি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে। অনেক ক্ষেত্রে জনবল আউটসোর্সিং করে ক্ষতিগ্রস্থ হতে হয়েছে।’

এদিকে, সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদ থেকে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণের ক্ষেত্রে আশ্রয়ণ প্রকল্পে ব্যবহৃত নকশা অনুসরণের সুপারিশ করে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

নিয়োগ শূন্যপদ সমাজসেবা সুপারিশ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর