ভুয়া কোম্পানি খুলে সাড়ে ৭ কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
১৯ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৬
নোয়াখালী : জেলার বেগমগঞ্জে সাড়ে সাত কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে থাকা মো. ছানা উল্যাহকে (৪১) গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার একলাশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ছানা উল্যাহ (৪১) উপজেলার একলাশপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
র্যাবের নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ছানা উল্যাহকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, ২০১২ সালে ছানা উল্যাহ তার কয়েকজন সহযোগীকে নিয়ে ‘নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড’ নামে একটি ভুয়া কোম্পানি খুলে প্রতারণা শুরু করেন। তিনি অধিক লাভের আশ্বাস দিয়ে ৩০০ গ্রাহকের সাত কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকেন। পরে আদালতে মামলা হলেও দীর্ঘদিন পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
সারাবাংলা/ইআ