Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈকতে আবারও ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২২ ১০:০০

মৃত জেলিফিশ

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে গত ৩ মাসের ব্যবধানে আবারও ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ। সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে দরিয়ানগর পর্যন্ত এসব মৃত জেলিফিশের দেখা যায়।

গতকাল শুক্রবার (১১ নভেম্বর) ও শনিবার (১২ নভেম্বর) সকালে সৈকতের বিভিন্ন পয়েন্টের বালিয়াড়িতে এসব মৃত জেলিফিশ দেখা যায়। খবর পেয়ে কক্সবাজারের বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের সমুদ্র বিজ্ঞানীরা মৃত জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সংস্থাটির মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, গতকাল শুক্রবার এবং শনিবার সকালে সৈকতের বিভিন্ন পয়েন্টের বালিয়াড়িতে অসংখ্য মৃত জেলিফিশ দেখা গেছে। ভাটার সময় এসব জেলিফিশ দেখা গেলেও জোয়ারের পানিতে তা পুনরায় সমুদ্রের পানিতে ভেসে যায়। ভাটার সময় আবারও এসব মৃত জেলিফিশ উপকূলে ভেসে আসতে পারে। এসব জেলিফিশ জেলেদের জালে আটকা পড়ে মারা যাচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

যেসব মৃত জেলিফিশ ভেসে এসেছে তা হোয়াইট টাইপ জেলিফিশ। এ প্রজাতির জেলিফিশ প্রাণঘাতী না হলেও এর কর্ষিকা কারও সংস্পর্শে এলে সামান্য জ্বালা-পোড়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এর আগে, গত আগস্ট মাসের শুরুতে দুই দফায় আরও অসংখ্য মৃত জেলিফিশ ভেসে এসেছিল।

সারাবাংলা/এনএস

কক্সবাজার সমুদ্র সৈকত জেলিফিশ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর