Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়ার আমলে গুমের তদন্ত চেয়ে পিটার হাসের কাছে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২২ ১৮:২৭

ঢাকা: যুক্তরাষ্ট্রের হাইকমিশনার পিটার হাসের কাছে স্মারকলিপি দিয়েছেন ‘মায়ের কান্না’ সংগঠনের সদস্যরা। ১৯৭৭ সালের ২ অক্টোবর বিদ্রোহ দমনের নামে বিমানবাহিনীর সহস্রাধিক সদস্য গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সংগঠন মায়ের কান্না।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর শাহীনবাগে একটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত বেরিয়ে যাওয়ার সময় এ স্মারকলিপি দেওয়া হয়।

বিজ্ঞাপন

এর আগে, তার আসার খবর পেয়ে ফাঁসির দণ্ড দেওয়া বিমানবাহিনীর সদস্যদের সন্তান ও চাকরিচ্যুত সদস্যরা খবর পেয়ে জমায়েত হন। সেখানে রাষ্ট্রদূতের কাছে জিয়াউর রহমানের সামরিক সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন সংগঠনের সদস্যরা।

মায়ের কান্না সংগঠনের সদস্যরা মার্কিন রাষ্ট্রদূতের কাছে ৪৫ বছর আগের গুমের ঘটনার আন্তর্জাতিক তদন্ত চান। সেইসঙ্গে সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা চাওয়া হয়। মায়ের কান্না সংগঠকদের দাবি, মার্কিন রাষ্ট্রদূতের কাছে পরবর্তী সময়ে গুমের ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।

সারাবাংলা/পিটিএম

পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর