Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের অভিযোগে পুঠিয়া পৌর মেয়র বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২২ ১১:৩৪

রাজশাহী: শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খানকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত নিদের্শনা বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

গত ২২ নভেম্বর স্বাক্ষরিত বরখাস্তে উল্লেখ আছে, পৌরসভা আইন ২০০৯ এর ৩১ (১) ধারা অনুযায়ী নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের অনুলিপি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একান্ত সচিব, রাজশাহী জেলা প্রশাসক, মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হিসাব রক্ষণ কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, মেয়র বরখাস্ত হয়েছেন বিষয়টি লোকমুখে শুনেছি। এখনও আদেশের কাগজ আমাদের হাতে পৌছায়নি।

পৌরসভার মেয়র আল মামুন বরখাস্তের বিষয়টি স্বীকার করে বলেন, জেলে থাকার কারণে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে আমি জামিনে আছি। আর এ বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করে বরখাস্ত তুলে নিতে আবেদন করবো।

উল্লেখ্য, পৌরসভায় চাকরি দেওয়ার নামে পুঠিয়া পৌর এলাকার এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠে। পরে ওই কলেজ শিক্ষার্থী বাদী হয়ে মেয়রের নামে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ পলাতক মেয়রকে গত ৭ সেপ্টেম্বর বরগুনা জেলা থেকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

এ ছাড়া, একই ঘটনায় গত বছর দুর্গাপুর উপজেলার এক হাসপাতালের নার্সকে ধর্ষণের অভিযোগে মেয়রকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

ধর্ষণের অভিযোগ পৌর মেয়র বরখাস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর