ইরাকে বোমা ও বন্দুক হামলায় ৭ পুলিশ নিহত
১৮ ডিসেম্বর ২০২২ ১৭:৪৬
ইরাকের উত্তরাঞ্চলে বোমা ও বন্দুক হামলায় অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (১৮ ডিসেম্বর) দেশটির রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯৩ কিলোমিটার দূরে তেল সমৃদ্ধ শহর কিরকুকের কাছে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হামলার তথ্য নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এর পেছেনে ইসলামিক স্টেট গ্রুপকে দায়ী করেছেন এক কর্মকর্তা।
সংবাদ সংস্থা এএফপি’কে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, চালাল আল-মাতার গ্রামের কাছে পুলিশ বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে রোববার এই বোমা হামলা শুরু হয়। ছোট ছোট অস্ত্র দিয়েও হামলা চালানো হয়।
তিনি আরও বলেন, ‘এই হামলায় একজন আততায়ী নিহত হয়েছেন এবং অন্য হামলাকারীদের খুঁজছি। হামলায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।’
এর আগে, গত বুধবার বাগদাদের কাছে সড়কে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিনজন ইরাকি সেনা নিহত হয়েছেন। ওই বোমাগুলো নিজেরা পুঁতে রেখেছিল বলে দাবি করে আইএস।
সারাবাংলা/এনএস