Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শাহীন কলেজের সামনের ফুটওভার ব্রিজে এস্কেলেটর বসানো হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২২ ১৮:৪০

ঢাকা: শিক্ষার্থী ও পথচারীদের সুবিধার কথা বিবেচনা করে রাজধানীর তেঁজগাওয়ে বি এ এফ শাহীন কলেজ সংলগ্ন ফুটওভার ব্রিজে অত্যাধুনিক এস্কেলেটর (চলন্ত সিঁড়ি) বসানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বি এ এফ শাহিন কলেজ মাঠে এক্স শাহীন অ্যাসোসিয়েশন অব ঢাকা (ইসাড) এর পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠানে ইসাড এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এ কথা বলেন।

বিজ্ঞাপন

ডিএনসিসি মেয়র বলেন, ‘ছাত্র হিসেবে আমি একজন গর্বিত মানুষ। এ কলেজের মাঠ আমাকে ডাকে, ক্লাসরুম আমাকে এখনও ডাকে। ঢাকায় যতগুলো কলেজ আছে, তার মধ্যে শাহীন কলেজ অন্যতম। শাহীন কলেজে রয়েছে বড় খেলার মাঠ। এখানে ক্রিকেট, ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন খেলার সুযোগ রয়েছে। আমরা গর্ববোধ করি। এই প্রতিষ্ঠান পড়ালেখার পাশাপাশি আমাদের শিখিয়েছে বড়দের শ্রদ্ধা করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো। এই প্রতিষ্ঠানের ঋণ শোধ করা সম্ভব না। আজকে আমি ঢাকা উত্তরের মেয়র। শাহীন কলেজই আমার ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে।’

মো. আতিকুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল এ প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। শেখ কামাল এই মাঠে খেলাধুলা করেছেন, এই ক্যাম্পাসে দলবেঁধে ঘুরে বেড়িয়েছেন। তার স্মৃতি আমাদের অনুপ্রেরণা, আমাদের শক্তি।’

এ সময় শহীদ শেখ কামালের নামে কলেজের ভবনের নামকরণের জন্য আহ্বান করে ডিএনসিসি মেয়র বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। শেখ কামালের নামে ভবন ও লাইব্রেবির নামকরণ হলে ভবিষ্যৎ প্রজন্ম তার সম্পর্কে জানতে পারবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ইসাড এর পক্ষ থেকে একটি ল্যাবেরটরি করে দেওয়া, করোনা মহামারি চলাকালীন ৪র্থ শ্রেণির কর্মচারীদের জন্য খাবার নিশ্চিত করা। সদস্যদের মধ্যে কেউ মারা গেলে তাদের সন্তানদের সহায়তা করে থাকে ইসাড।’

এ ছাড়াও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে এটি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন, ‘মেধাবী প্রজন্ম তৈরি করতে মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বি এ এফ শাহীন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল জাহিদুর রহমান, ইসাড এর প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা জিয়া শামসি, বিএএফ শাহীন কলেজের প্রিন্সিপাল গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক।

সারাবাংলা/আরএফ/একে

উত্তর সিটি করপোরেশন ডিএনসিসি বি এ এফ শাহীন কলেজ

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর