ঈদের ছুটি শেষ, পুরনো সূচিতে অফিস শুরু
২৪ এপ্রিল ২০২৩ ১০:৪০
ঢাকা: টানা পাঁচ দিনের ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত। শুরু হয়েছে ব্যস্ততা। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি খুলেছে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থাও। আর এসব দফতরের সময় সূচি হবে রমজানের আগের নিয়মে। অর্থাৎ সকাল নয়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে অফিস।
এবার পবিত্র শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল অফিস খোলা ছিলো। ঈদের ছুটির সঙ্গে ওই দিন নির্বাহী আদেশে একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এই একদিন বাড়তি ছুটির মধ্য দিয়ে এবার ঈদে টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পান কর্মজীবীরা।
প্রতিবছরই রমজান মাসে অফিস সূচিতে পরিবর্তন আনা হয়। অন্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস করেছেন।
সোমবার (২৪ এপ্রিল) থেকে রমজানের আগের সূচি অর্থাৎ ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে অফিস।
সারাবাংলা/জেআর/এমও