ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২৬ মে ২০২৩ ১৯:৪৮
ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬ মে) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউ’য়ের নসরুল হামিদ মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা দেওয়া হয়।
এদিন অনুষ্ঠানের শুরুতে অতিথি ও ডিআরইউ-এর কার্যনির্বাহী সংসদের নিয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন সদস্যদের ক্রেস্ট দিয়ে সম্মাননা এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এছাড়া সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘সাংবাদিকতা একটি জীবন্ত পেশা। সাংবাদিকতায় আজ যেটা আছে, কাল সেটার প্রয়োজন নাও হতে পারে। সমাজ জীবনে সাংবাদিকতার আসল দায়বদ্ধতা হলো সমাজের কাছে, জনগোষ্ঠীর কাছে, পৃথিবীর মানবগোষ্ঠির কাছে। সেই অবস্থায় এসব বিষয় নিয়ে নিশ্চয়ই আপনারা সচেতন।’
তিনি আরও বলেন, ‘যাই হোক আপনারা (ডিআরইউ এর সদস্যরা) সংঘবদ্ধ, এবং টিকে আছেন। টিকে থাকা মানে সামনের দিকে এগিয়ে যাওয়া। সক্রিয় আছেন বলেই আপনারা টিকে আছেন। আমি আপনাদের সমৃদ্ধি কামনা করি। আমি মনে করি মতানৈক্যের ভেতরে ঐক্য এবং সেই বৈচিত্রের ভেতরে ঐক্য, এটাই হোক আমাদের দৃষ্টিভঙ্গি।’
ডিআরইউ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি মোরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- ডিআরইউ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঈনুল আহসান।
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানী, সহ-সভাপতি দীপু সারোয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমনসহ সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা বক্তব্য দেন। এ সময় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ সিনিয়র সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/কেআইএফ/এমও