গুলশানে শাকিল হত্যার আসামি গ্রেফতার
৯ মে ২০১৮ ১৬:৩৩ | আপডেট: ৯ মে ২০১৮ ১৬:৫৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর গুলশানের নিকেতন থেকে বিজ্ঞাপনী সংস্থা ‘টিনশেল টাউন’ এর কর্মচারী রেজাউল করিম শাকিল (১৮) হত্যার একমাত্র আসামি আরাফাত রহমানকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ মে) রাতে নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক।
এর আগে ওই দিন সন্ধ্যায় শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।
আবুবকর সিদ্দিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত পুলিশকে জানিয়েছে, সে নিকেতন এলাকায় একটি গাড়ির গ্যারেজে কাজ করত। শাকিল ও সে ওই এলাকায় একই সঙ্গে চলাফেরা করত। ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে শাকিলকে হত্যা করেছে সে। হত্যার আগে শাকিলের বাবাকে ফোন করে টাকাও চেয়েছিল আরাফাত।
ওসি আরও বলেন, রিমান্ড আবেদন করে আরাফাতকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডের অনুমতি পেলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার মুল রহস্য বের করা সম্ভব হবে।
তিনি জানান, মঙ্গলবার সকালে শাকিলের মোবাইল ফোন থেকে ফোন করে তার বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বাবা এক লাখ টাকা মুক্তিপণ দিতে রাজি হয়। এরপর শাকিলের ফোন বন্ধ থাকায় তার বাবা গুলশান থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ সারাদিন অপহরণকারীকে ধরতে অভিযান চালাতে থাকে। অবশেষে সন্ধ্যা ৭টার দিকে বিজ্ঞাপণী ওই সংস্থার অফিসের দরজা ভেঙ্গে বিছানার ওপর থেকে শাকিলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামি আরাফাতকে গ্রেফতার হয় রাতে।
সারাবাংলা/ইউজে/আইএ/এমআই