Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের ক্যাম্প ও ঘাঁটি সেনাবাহিনীর দখলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৩ ১৮:২৬ | আপডেট: ৪ জুন ২০২৩ ১৯:৪৫

বান্দরবান: সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) মূল প্রশিক্ষণ ক্যাম্প ও মূল ঘাঁটিগুলো নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনীর সদস্য। অচিরেই সন্ত্রাসীরা নির্মূল হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার (৪ জুন) বান্দরবান সেনা জোন সদরে প্রেস বিফ্রিংকালে তিনি এ সব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘যদি সন্ত্রাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাহলে তাদের স্বাগত জানানো হবে। অন্যথায় তাদের কঠোর হাতে দমন করা হবে।’

প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, রামুর জিওসি মেজর জেনারেল মাসুদুর রহমান।

সারাবাংলা/একে

টপ নিউজ সেনা প্রধান সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর