Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাসিকের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৩ ১৭:০০

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (২১ জুন) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে গণনা শুরু হয়েছে। তবে কিছু কিছু কেন্দ্রের ভেতরে বিকাল ৪টার পরও ভোটার থাকার কারণে ভোটগ্রহণ চলছে। অল্প সময়ের মধ্যেই এসব কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার সকাল ৮টা থেকে শহরের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, বিকেল পর্যন্ত ৪৫ থেকে ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। তবে নগরীর উপশহরের একটি কেন্দ্রে বিকেল ৪টায় মাত্র ২৪ শতাংশ ভোট পড়ার খবর জানা গেছে।

বিজ্ঞাপন

সব কেন্দ্রের ফলাফল সমন্বিতভাবে প্রকাশ করা হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বেশিরভাগ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়ে গেছে। কিছু কিছু কেন্দ্রে ভোটগ্রহণের সময় শেষেও ভেতরে ভোটার আছেন। এ কারণে সেখানে ভোট চলছে। তবে এ রকম কেন্দ্রগুলোরও ভোটগ্রহণ দ্রুত শেষ হয়ে যাবে।

এর আগে, বুধবার সকাল ৮টা থেকে শহরের ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। এই নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১১২ জন সাধারণ কাউন্সিলর ও ৪৬ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারাবাংলা/ইআ

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন রাসিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর