চীনে পড়তে যাওয়া হলো না জাহিদের, বাসচাপায় গেল প্রাণ
১৩ জুলাই ২০২৩ ১৯:২৭
ঢাকা: রাজধানীর রামপুরা মহানগর চেকপোস্টে ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৪) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি চীনের নর্থ ইলেক্ট্রিক পাওয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সামনের মাসেই তার চীনে যাওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রামপুরা এলাকায় বাস ধাক্কায় আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
মৃত জাহিদের বড় ভাই ইমরান হোসেন জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামে। বাবার নাম মোদাচ্ছের আলী। তারা ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকেন। জাহিদ বাঙলা কলেজে অনার্স পড়তেন। সম্প্রতি তিনি চীনের নর্থ ইলেক্ট্রিক পাওয়ার ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষে ভর্তি হন। তিনি অনলাইনে ক্লাস করতেন। আগামী ১০ আগস্ট তার চীনে যাওয়ার প্রক্রিয়া চলছিল।
ইমরান হোসেন আরও জানান, ছোট ভাই জাহিদকে সঙ্গে নিয়ে বিকেলে বাসা থেকে তারা হাতিরঝিল পুলিশ প্লাজায় যাচ্ছিলেন। পথে রামপুরা ব্রিজের পাশে মহানগর প্রজেক্ট চেকপোস্টের সামনে ফুটপাত দিয়ে হেটে যাওয়ার সময় ভিক্টর পরিবহনের বাস তাদের উপর উঠিয়ে দেয়। এতে গুরুতর আঘাত পায় জাহিদ। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার (এসআই) শারমিন আক্তার ইভা জানান, মহানগর চেকপোস্টের পাশে ভিক্টর বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম