Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দর থেকে নেমেছে সতর্ক সংকেত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৩ ১৩:১১

ঢাকা: দেশের আট বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, মৌসুমী বায়ু দেশের ওপরে সক্রিয় রয়েছে। তাই দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টি হতে পারে। তবে দেশের সমুদ্রবন্দরগুলোতে কোনো ধরনের ঝড়ের পূর্বাভাস নেই। তাই নামিয়ে ফেলা হয়েছে সর্তক সংকেত।

রোববার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও মহামনসিংহ বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি পরিয়া এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই সময়ে তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে তাপমাত্রা বাড়তে পারে ৭২ ঘণ্টা পরে।

এদিকে গত শনিবার সমুদ্রে যে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল তা নামিয়ে ফেলা হয়েছে। সেখানে বলা হয়, সমুদ্র বন্দরসমুহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

তবে নদ-নদীরগুলোর জন্য আরেক সতর্কবার্তায় রোববার (১৬ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/এনএস

আবহওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর