জনদাবি মেনে পদত্যাগ করুন: মঞ্জু
২৮ জুলাই ২০২৩ ১৬:৩৯
ঢাকা: জনদাবি মেনে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।
দলের সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘গত ১৫ বছরে গুম, খুন, দমন-পীড়ন, ভোট চুরি ও নজীরবিহীন দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগ সরকার নিজেকে বাংলার মানুষের জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করে ফেলেছে। পেশিশক্তি আর দালাল প্রশাসন নির্ভরতা এই সরকারকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। তারা যত জনবিচ্ছিন্ন হচ্ছে তত বেশি ফ্যাসিবাদী রূপ ধারণ করছে।’
তিনি বলেন, ‘দেশে-বিদেশে সব জায়গায় আজ আওয়ামী শোষকদের জন্য মেসেজ পরিষ্কার। অতএব, জনদাবি মেনে পদত্যাগ করুন। জেদ এবং গোয়ার্তুমি করে আবারও একতরফা নির্বাচনের পথে হাঁটবেন না। সে পথে গেলে পাপের বোঝা আরও ভারী হবে।’
এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এক ধরনের ‘রাজনৈতিক সমঝোতা’ তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের কাঁধে বন্দুক রেখে সেই নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বাতিল করে সরকার তার নির্বাচনী ম্যান্ডেট ও শপথ ভঙ্গ করেছে। ২০১১ সালের ১০ মে আদালত তার সংক্ষিপ্ত রায়ে আরও দুইটি নির্বাচন একই পদ্ধতিতে করার মত দিলেও লিখিত রায় প্রকাশিত হবার আগেই ৩০ জুন ২০১১ সালে তাড়াহুড়া করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় সরকার।’
তিনি বলেন, ‘সংসদীয় কমিটির সর্বসম্মত মতামতও এতে উপেক্ষা করে দেশকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের অবসরে যাবার ১৫ মাস পরে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বরের লিখিত রায়ে এই নির্বাচনী ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করা ছিল জাতির সঙ্গে বেঈমানির সামিল। তাই বর্তমানে চলমান রাজনৈতিক অনিশ্চয়তার পুরো দায় এই সরকারের।’
সভাপতির বক্তব্যে দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ‘দীর্ঘ পনের বছর যাবত এক স্বৈরাচারের যাতাকলে পিষ্ট জাতি। সময় এসেছে একটি গণবিপ্লবের মধ্য দিয়ে জাতিকে মুক্ত করার। এই ফ্যাসিবাদী আওয়ামী দুর্বৃত্তায়ন শেষে দেশকে পুনর্গঠনের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে।’
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক, পার্টির দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, শ্রমিকনেতা শাহ আব্দুর রহমান, এম আমজাদ খান, যুবনেতা শাহাদাতুল্লাহ টুটুল, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসাইন, ফিরোজ কবীর, তফাজ্জল হোসেন রমিজ, ছাত্রনেতা মোহাম্মদ প্রিন্স, আশরাফুল আলম নির্ঝর, অ্যাডভোকেট সুলতানা রাজিয়া, মহানগর নেতা শফিউল বাশার, আব্দুল হালিম নান্নু, সেলিম খান, ফেরদৌসী আক্তার অপি, আব্দুর রব জামিল, নজরুল ইসলাম, শিলা আক্তার, জেসমিন আক্তার মুক্তা, আব্দুল কাদের মুন্সি, আবদুল মান্নান প্রমুখ।
সারাবাংলা/এজেড/এনএস