ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু
২৬ আগস্ট ২০২৩ ১৬:৩৬
ঝিনাইদহ: ঝিনাইদহের হরিনাকুণ্ডু ও কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা, মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হরিনাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামের মরিয়ম খাতুন (৬৫) ও তার মেয়ে তাসলিমা খাতুন (৩৫)। এছাড়া পৃথক ঘটনায় কালীগঞ্জের গোপিনাথপুর গ্রামের কৃষক আব্দুল হালিমও (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
হরিনাকুণ্ডু সোনাতনপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, রাতের কোন একসময় বাড়ির বৈদ্যুতিক মিটারের তার ছিঁড়ে ঘরের সঙ্গে লেগে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে ছিল। সকালে মেয়ে তাসলিমা খাতুন বাড়ির বাইরে থেকে ঘরে ঢুকতে গেলে একটি তারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। তখন তাকে উদ্ধার করতে গিয়ে মা মরিয়ম খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বাড়িটিতে তারা দু’জনই বসবাস করতেন। পরে প্রতিবেশীরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করে।
এদিকে কালীগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামে খোরশেদের পুকুর পাড়ে পোকা দমনে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে আব্দুল হালিম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বাড়ি থেকে ফসলের ক্ষেতে যাওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হয়েছিলেন।
সারাবাংলা/এমও