Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইল ও ফিলিস্তিনকে যুদ্ধ বন্ধের আহ্বান ঢাকার

স্টাফ করেসপেন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৩ ১৫:১৩

ঢাকা: ইসরাইল ও ফিলিস্তিনের চলমান সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোববার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। প্রেস বিবৃতিতে সশস্ত্র সংঘাতের নিন্দা জানিয়ে নিরীহ বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়,  শুধুমাত্র সংলাপ এবং কূটনীতি ইসরাইল-ফিলিস্তিন সংঘাত স্থায়ী সমাধানের দিকে নিয়ে যেতে পারে। এই লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়েছে ঢাকা।

প্রেস বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘাত ও সহিংসতা বৃদ্ধিতে কোনো পক্ষই লাভবান হয় না।

বাংলাদেশ আরও বলেছে, আমরা ইসরাইলি ও ফিলিস্তিনি— উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য এবং উভয় পক্ষ থেকে আরও নিরীহ প্রাণের ক্ষতি এড়াতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাই।

বাংলাদেশ উল্লেখ করেছে, ইসরাইলি দখলদারিত্বের অধীনে বসবাস এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন এই অঞ্চলে শান্তি আনবে না। বাংলাদেশ দ্বি-রাষ্ট্রীয় সমাধান সমর্থন করে। য‌দি ফিলিস্তিন ও ইসরাইল জাতিসংঘের রেজুলেশন নং ২৪২ এবং ৩৩৮ অনুসরণ করে দখলমুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে পাশাপাশি বসবাস করে ত‌বে এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আস‌বে।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর