Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানেলে বাসের ধাক্কায় প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৩ ২২:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারও একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়েছে বেপোরায়া দ্রুতগতির বাস। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ তেমন গুরুতর হতাহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত সারাবাংলাকে বলেন, ‘টানেলে ভেতরে পতেঙ্গা থেকে আনোয়ারা যাওয়ার পথে একটি বেপরোয়া বাস প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই প্রাইভেটকারের পেছনে ও সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকারে একজনই ছিল। আমি উনার সঙ্গে কথা বলেছি। উনি তেমন আহত হননি। গাড়ি দুইটিই জব্দ করা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’

বিজ্ঞাপন

এর আগে, গত মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সে ভিডিওতে দেখা যায়, টানেলের ভেতরে পাল্লা দিয়ে চলছে যাত্রীবাহী একটি বাস। বাসের সামনে রয়েছে সাদা রঙের প্রাইভেট কার। একপর্যায়ে গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে চালক ধাক্কা দেন কারটিকে। এ সময় কারটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেলের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা বাস ও প্রাইভেটকারটি জব্দ করেন।

সারাবাংলা/আইসি/একে

টানেল প্রাইভেট কার বাসের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর