ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের ১৬ তলা বাসভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ফাতেমা ভুঁইয়া পুতুল (১৬) এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর একটি বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় পুতুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পুতুলের ভাবী মোর্শেদা খানম জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার মিথিলাপুর গ্রামে। পুতুলের বাবা আব্দুল লতিফ ভুঁইয়া অবসর পুলিশ সদস্য ছিলেন। বর্তমানে দক্ষিণ বনশ্রীর বাগানবাড়ি এলাকার ওই ভবনের ১০ তলায় ভাড়া থাকেন তারা। স্থানীয় ইন্টেলিজেন্সিয়াল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল পুতুল।
তিনি আরও বলেন, ‘পুতুলের সঙ্গে একটি ছেলের প্রমের সম্পর্ক ছিল। এই বিষয় নিয়ে পরিবার তাকে নিষেধ করেন। কিন্তু পুতুল কারও কথা শুনত না। এসব বিষয় নিয়ে আফসেট ছিল পুতুল। আজকেও এসব বিষয় নিয়ে পরিবারের লোকজন পুতুলকে বকাঝকা করেন। পরে পুতুল অভিমান করে বাসার ১৬তলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে। পরে মুমূর্ষ অবস্থায় পুতুলকে হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।