আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন
৩০ নভেম্বর ২০২৩ ১১:০৩
ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। নির্বাচনের তারিখ পেছানো না হলে কিংবা মনোনয়নপত্র দাখিলের সময় বৃদ্ধি না করলে বৃহস্পতিবারের (৩০ নভেম্বর) পর আর নতুন করে মনোনয়নপত্র দাখিলের সুযোগ থাকছে না।
নির্বাচন পেছানোর ব্যপক গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত সে ধরনের কোনো সিদ্ধান্ত আসেনি। তবে নির্বাচন কমিশন (ইসি) থেকে বার বার বলা হয়েছে বিএনপি নির্বাচনে এলে তফসিল পিছিয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না আসায় সেই সুযোগ আর থাকছে না।
এর আগে, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
ইসি জানিয়েছে, এবার সংসদ নির্বাচনে ২৬টির মতো রাজনৈতিক দল অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। বিপরীতে বিএনপিসহ ১৭টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করছে না। তবে শেষ সময়ে এসে এই সংখ্যা পরিবর্তন করতে হতে পারে।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, আর নির্বাচনা চালানো যাবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। জাতীয় সংসদের প্রথম অধিবেশ বসেছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি।
সারাবাংলা/জিএস/ইআ