Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্সেনালের শীর্ষে ফেরার রাতে লিভারপুলকে রুখে দিল ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩ ১০:১৫

গত সপ্তাহে অ্যাস্টন ভিলার কাছে হেরে শীর্ষস্থান হারিয়েছিল তারা। ঘরের মাঠে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়ে শুধু জয়ের ধারায় ফেরেনি আর্সেনাল, উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষেও। তাদের শীর্ষস্থান আরও পাকাপোক্ত হয়েছে লিভারপুলের ম্যাচের ফলাফলের পর। আর্সেনালের জয়ের রাতে পয়েন্ট খুইয়েছে লিভারপুল। লিভারপুলকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ঘরের মাঠে শুরু থেকেই ব্রাইটনকে চেপে ধরেছিল আর্টেটার দল। ১২ মিনিতেই এগিয়ে যেতে পারত আর্সেনাল। সাকার বা পায়ের শট ঠেকিয়ে দেন ব্রাইটন কিপার। ১৯ মিনিটে গ্যাব্রিয়েল হেসুসকেও গোলবঞ্চিত করেন ভারব্রুজেন। প্রথমার্ধে হেসুস, মার্টিনালির আরও কয়েকটি শট বাচিয়ে আর্সেনালকে এগিয়ে যেতে দেননি ব্রাইটন গোলরক্ষক। গোল না পাওয়ার হতাশা নিয়েই হাফ টাইমে মাঠ ছাড়ে আর্সেনাল।

বিজ্ঞাপন

প্রথমার্ধের হতাশা পরের হাফে কাটে দ্রুতই। ৫৩ মিনিটে হেসুসের দারুণ এক হেডে এগিয়ে যায় আর্সেনাল। দুই মিনিট পরেই লিড বাড়তে পারত গানার্সদের, তবে ওডেগার্ড গোলের সুযোগ নস্ট করেন। ৬৪ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ এসেছিল ব্রাইটনের সামনে।  হিনসেলউডের দুর্দান্ত এক হেড বাঁচিয়ে দেন আর্সেনাল কিপার। ৮৫ মিনিটে পেদ্রোর শট বাঁচিয়ে দলের লিড ধরে রাখেন রায়া।

৮৭ মিনিটে আর্সেনালের হয়ে দ্বিতীয় গোল করেন হ্যাভার্টজ। এনকেতিয়ার বাড়ানো বলে বা পায়ের শটে বল জালে জড়ালে জয় নিশ্চিত হয় আর্সেনালের। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ফিরেছে আর্সেনাল। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে নেমে গেছে ব্রাইটন।

বিজ্ঞাপন

আর্সেনাল জয় পেলেও পয়েন্ট হারিয়েছে লিভারপুল। ঘরের মাঠে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে পেয়েও খুব একটা সুবিধা করতে পারেনি ক্লপের দল। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ এসেছিল সালাহ, দিয়াজ, নুনেজ, আর্নল্ডদের সামনে। তবে তারা সবাই গোলের সুযোগ নষ্ট করেছেন। ইউনাইটেড কিপারও বেশ কয়েকটি দারুণ সেভ করে গোল হজম থেকে বাঁচিয়েছেন টেন হাগের দলকে। সুযোগ এসেছিল ইউনাইটেডের সামনেও। অ্যান্টনির শট দুটি বাঁচিয়ে দিয়েছেন লিভারপুল কিপার।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ছিল লিভারপুলের দাপট। পুরো সময়জুড়েই সুযোগ তৈরি করেছেন সালাহ, আর্নল্ড, ভ্যান ডাইকরা। কিন্ত পোস্টের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন ওনানা। বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেছেন ইউনাইটেড কিপার। শেষ বাশি বাজার আগে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ইউনাইটেডের ডিয়োগো ডালোট। শেষ পর্যন্ত কোন দলই গোল না পাওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় লিভারপুল ও ইউনাইটেডকে। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে লিভারপুল। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে নেমে গেছে ইউনাইটেড।

রাতের অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারা বজায় রেখেছে অ্যাস্টন ভিলা। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিভারপুলের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তারা আছে তৃতীয় স্থানে।

সারাবাংলা/এফএম

আর্সেনাল প্রিমিয়ার লিগ ফুটবল ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর