Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ২৩:২১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পানের বরজ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাহেব মিয়া উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল সিকদার পাড়ার এলাকার মৃত সোলতান আহমদের পুত্র।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে জাঙ্গালিয়া এলাকায় নিজের পানের বরজে কাজ করতে যান সাহেব মিয়া। দুপুরে তার ছেলে সাইফুল ইসলাম ভাত নিয়ে গেলে সেখানে সাহেব মিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে হাতির চিৎকার শুনে সামনে গিয়ে দেখতে পান পাহাড়ের ঢালে বৃদ্ধের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘চুনতি জাঙ্গালিয়া এলাকায় সাহেব মিয়ার নিজস্ব পানের বরজ রয়েছে। হাতির আক্রমণে তিনি মারা গেছেন বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম সারাবাংলাকে জানান, হাতির আক্রমণে বৃদ্ধ মারা যাওয়ার খবর থানায় কেউ অবহিত করেননি।

সারাবাংলা/আইসি/একে

মৃত্যু হাতির আক্রমণ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর