Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে ফ্রান্স, চুক্তি নতুন বছরে

স্টাফ করেসপেন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৩ ১৭:১৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:১৫

ঢাকা: জলবায়ু তহবিল হিসেবে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার বিনিয়োগ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। নতুন বছরের প্রথমভাগেই এই চুক্তি সম্পন্ন হবে। প্রজেক্ট সিন্ডিকেটে প্রকাশিত এক কলামে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ তথ্য জানিয়েছেন।

নতুন বছরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তার দেশের বিনিয়োগের সম্ভাব্য চিত্র তুলে ধরে ম্যাক্রো বলেন, আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর নির্দিষ্ট চাহিদা থেকে শুরু করব। ২০২৪ সালের প্রথমভাগে ফ্রান্স এবং বাংলাদেশ জলবায়ু-পরিবর্তন অভিযোজন মোকাবিলায় অর্থায়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর করবে। যার মধ্যে ফরাসি উন্নয়ন সংস্থা ১.১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে অবদান রাখবে। এছাড়া আইএমএফ নতুন ঋণ হিসেবে আরও ১ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত এসডিআর ছাড় দেবে।

বিজ্ঞাপন

এর আগে, গত সেপ্টেম্বরে দুই দিনের ঢাকা সফর করেন ইমানুয়েল ম্যাক্রো। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এ বিষয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ফ্রান্সের সহায়তা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

সারাবাংলা/আইই

ইমানুয়েল ম্যাক্রো টপ নিউজ ফ্রান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর