বেনাপোল এক্সপ্রেসে দগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক: ডা. সামন্ত লাল
৬ জানুয়ারি ২০২৪ ১৩:৪১
ঢাকা: রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় চিকিৎসাধীন দুই শিশুসহ আটজনের কেউ শঙ্কামুক্ত নন। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের সবার অবস্থাই শঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
শনিবার (৬ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমাদের এখানে ভর্তি আছেন আটজন। একজনের সর্বচ্চো ৮ শতাংশ দগ্ধ হয়েছেন। অনেকের বাইরে কোনো বার্নই হয়নি। সবচেয়ে বিপজ্জনক হলো, তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা দেখতে পেলাম, তাদের অনেকের ভেতরে অসুবিধা আছে, সারিয়ে উঠতে সময় লাগবে।’
তিনি আরও বলেন, ‘কোনো রোগী এখনও ঝুঁকিমুক্ত নন। যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবেন তাদেরকে আমরা আশঙ্কামুক্ত বলতে পারি না। আরেকটা কথা বলতে পারি, যখনই তারা ভালো হয়ে যাবে তাদের যে মেন্টাল ট্রমা, আমি দেখলাম একটা বাচ্চা ভয় পাচ্ছে; চিৎকার শুনে ভয় পায়। রোগীরা ভীষণ আতঙ্কিত।’
‘এ আতঙ্ক যে কবে কাটবে এটা বলা যায় না। এটার দীর্ঘ মেয়াদী চিকিৎসার দরকার। চিকিৎসকরা বোর্ড বসিয়ে চিকিৎসা দিচ্ছে। রেসপেরোটরি মেডিসিনের চিকিৎসকরাও রোগীদের দেখছে। প্রধানমন্ত্রী সব সময় রোগীদের খোঁজ খবর রাখছেন।’
সারাবাংলা/এসএসআর/ইআ