Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে বিএনপি নেতা মিন্টুর জামিন মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৪ ২০:২০

ঢাকা: প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বাস ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে আগামী ১৪ মার্চ পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাকে ঢাকার দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে মিন্টুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।

বিজ্ঞাপন

গত ৬ ডিসেম্বরে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাসহ পৃথক দুই মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে মিন্টুর পক্ষে আবেদন করেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। ওই আবেদনের শুনানি নিয়ে আজ এ আদেশ দেন আদালত।

পরে ব্যারিস্টার একেএম এহসানুর রহমান জানান, একই মামলায় বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর আগাম জামিন নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়া প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় সুপ্রিম কোর্টের তিন আইনজীবী আগাম জামিন পেয়েছেন। তারা হলেন- বিএনপি নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, নিতায় রায় চৌধুরী ও এএম মাহবুব উদ্দিন খোকন।

যদিও প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ। এ ছাড়া বাসে হামলা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আব্দুল আউয়াল মিন্টু জামিন টপ নিউজ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর