Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাতে ফেডারেশনের সহসভাপতি মোস্তাফিজুরের নিষেধাজ্ঞা আপিলেও বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৪ ১৯:২১

ঢাকা: মানব পাচারের অভিযোগের ঘটনায় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমানকে অব্যাহতি এবং কারাতে ফেডারেশনের কার্যক্রমে পাঁচ বছরের নিষেধাজ্ঞার আদেশের ওপর চেম্বার আদালতের স্থিতাবস্থা বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে মোস্তাফিজুর রহমান বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি হিসেবে কাজ করতে পারবেন না এবং কারাতে ফেডারেশনও উক্ত পদে নতুন কাউকে বসাতে পারবেন না।

পাশাপাশি গত বছরের ১৬ অক্টোবর কারাত ফেডারেশনের সিদ্ধান্ত বাতিল প্রশ্নে হাইকোর্ট যে রুল জারি করেছিল; সেই রুল বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সবোর্চ্চ আদালত।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ চেম্বার আদালতের স্থিতিবস্থা বহাল রেখে এ আদেশ দেন।

আদালতে বাংলাদেশ কারাতে ফেডারেশনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার মাহিন এম. রহমান। আর মোস্তাফিজুর রহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে, মোস্তফিজুর রহমানকে অব্যাহতির সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে কারাতে ফেডারেশনের আপিলের (সিভিল পিটিশন ফর লিভ টু আপিল) শুনানি নিয়ে গত ১৫ নভেম্বর চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশের বিষয়বস্তুর ওপর স্থিতাবস্থা দেন।

একইসঙ্গে এ বিষয়ে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার মাহিন এম. রহমান।

তিনি বলেন, খেলোয়াড় সাজিয়ে মানব পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সহসভাপতির পদ থেকে মোস্তাফিজুর রহমানকে অব্যাহতি এবং পরবর্তী পাঁচ বছর কারাতে ফেডারেশনের সকল প্রকার কার্যক্রমে তাকে নিষিদ্ধ করা হয়। এরপর মোস্তাফিজুর রহমান কারাতে ফেডারেশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট দায়ের করলে গত বছরের ১৬ অক্টোবর কারাতে ফেডারেশনের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি কারাতে ফেডারেশনের সিদ্ধান্ত বাতিল প্রশ্নে রুল জারি করেন আদালত।

বিজ্ঞাপন

পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে কারাতে ফেডারেশন সিভিল পিটিশন ফর লিভ টু আপিল করেন। কারাতে ফেডারেশনের আপিল শুনানি নিয়ে গত বছরের ১৫ নভেম্বর চেম্বার আদালত হাইকোর্টের আদেশের বিষয়বস্তুর ওপর স্থিতাবস্থা জারি করেন।

এরপর সোমবার আপিল বিভাগ চেম্বার আদালতের স্থিতিবস্থা বজায় রাখার আদেশ বহাল রেখে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

ব্যারিস্টার মাহিন এম. রহমান বলেন, আজকের স্থিতাবস্থা বজায় রাখার আদেশের পরিপ্রেক্ষিতে মোস্তাফিজুর রহমান বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি হিসেবে কাজ করতে পারবে না। একইসঙ্গে বাংলাদেশ কারাতে ফেডারেশনও ওই পদে নতুন কাউকে বসাতে পারবেন না।

জানা গেছে, গত বছরের মার্চে ওপেন কাপ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি দল দক্ষিণ ইউরোপের দেশ মালটায় যায়। নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান ছিলেন ওই কন্টিনজেন্টের দলনেতা। বাংলাদেশ কারাতে ফেডারেশন ও মার্শাল আর্ট কনফেডারেশনকে অবহিত না করেই এ দল পাঠানো হয়। যে কারণে মোস্তাফিজুর রহমানকে মার্শাল আর্ট কনফেডারেশন থেকে কারণ দর্শাতে বলা হয়। মালটায় যাওয়া কন্টিনজেন্টের সদস্যদের পাসপোর্টসহ কারাতে ফেডারেশনে হাজির করার কথা বলা হলেও তা করতে পারেননি মোস্তাফিজুর রহমান। মালটায় খেলোয়াড় সাজিয়ে মানব পাচারে মার্শাল আর্ট কনফেডারেশনের কাগজপত্র জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মোস্তাফিজুর রহমান মার্শাল আর্ট কনফেডারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। মানব পাচারের ঘটনা খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মার্শাল আর্ট কনফেডারেশনকে কারণ দর্শাতেও বলা হয়েছিল। এরপর মানব পাচারের অভিযোগের ঘটনায় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি পদ থেকে মো. মোস্তাফিজুর রহমানকে অব্যাহতি এবং পাঁচ বছরের জন্য কারাতে ফেডারেশনের কার্যক্রমে তাকে নিষিদ্ধ করা হয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ

কারাতে ফেডারেশন