আইপিএলে দল পেলেন বিস্ময় বালক জোসেফ
১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেক সিরিজেই গড়েছিলেন ইতিহাস। দ্বিতীয় টেস্টের শেষ ইনিংসে ৭ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়ে শামার জোসেফ ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছিলেন ঐতিহাসিক জয়। সেই জোসেফ সবাইকে অবাক করে এবার জায়গা করে নিয়েছেন আইপিএলে। এবারের আইপিএলে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন জোসেফ।
ওয়েস্ট ইন্ডিজের সেই জয়ের আগে জোসেফের নামটাও তেমনভাবে জানত না কেউ। আইপিএলের ড্রাফটেও তাই ছিলেন না জোসেফ। অস্ট্রেলিয়া সফরের সেই পারফরম্যান্সের সুবাদে তাকে দলে নেওয়ার আগ্রহ জানিয়েছিল অনেক ফ্র্যাঞ্চাইজিই। শেষ পর্যন্ত আসন্ন আইপিএলে লক্ষ্মৌর হয়ে খেলতে দেখা যাবে জোসেফকে। ৩ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে লক্ষ্মৌ। ইংলিশ ক্রিকেটার মার্ক উডের বদলেই জোসেফকে নেওয়া হয়েছে। ব্যক্তিগত কারণে এবারের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন উড।
নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৪ বছর বয়সী জোসেফ। ২০২৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সের হয়ে খেলেছিলেন তিনি। এই দুই ম্যাচে কোনও উইকেট পাননি তিনি।
সারাবাংলা/এফএম