Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন নিপীড়নে অভিযুক্ত অধ্যাপককে ৩ মাসের ছুটিতে পাঠাল ঢাবি

ঢাবি করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪৩

যৌন নির্যাতনে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. নাদির জুনাইদকে তিন মাসের জন্য ছুটিতে পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে ‘বিরত রাখার নিমিত্তে’ এই অধ্যাপকের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) জি এম মিজানুর রহমানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিকেলে সাড়ে ৪টার দিকে অধ্যাপক নাদিরের বিরুদ্ধে গৃহীত সিদ্ধান্ত সংক্রান্ত চিঠি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে চিঠিটি পড়ে শোনান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহম্মদ।

আরও পড়ুন- ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

চিঠিতে বলা হয়, শিক্ষার্থীদের গতকাল রোববারের (১১ ফেব্রুয়ারি) আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আপনাকে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আজ থেকে তিন মাসের জন্য ছুটি দেওয়া হলো।

অধ্যাপক নাদিরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের যথাযথ অনুসন্ধান ও তদন্ত করার জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে বলে উল্লেখ করা হয় চিঠিতে। বলা হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- ঢাবি শিক্ষকের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ফলাফলে ধস নামানোর অভিযোগ

বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষায় অপ্রাসঙ্গিক প্রশ্ন করে ‘নাজেহাল’ করা এবং ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যক্তি-আক্রোশ থেকে’ নম্বর কম দেওয়ার অভিযোগের মধ্যেই অধ্যাপক নাদিরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন বিভাগেরই বর্তমান একজন নারী শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে সম্পূরক প্রমাণ হিসেবে ‘রেকর্ডিং’ যুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান।

বিজ্ঞাপন

এরপরই বিভাগটির শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। অধ্যাপক নাদিরের কক্ষে তালা দেওয়া, পোস্টার সাঁটানোসহ বিক্ষোভ মিছিল করেন তারা। দ্রুত তদন্ত কমিটি গঠন, দ্রুত অপরাধীকে শাস্তির আওতায় আনা ও তদন্ত চলাকালে বা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম থেকে শিক্ষক নাদির জুনাইদকে বিরত রাখা— এই তিন দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপিও দেন।

সারাবাংলা/আরআইআর/টিআর

অধ্যাপক ড. নাদির জুনাইদ গণযোাগযোগ ও সাংবাদিকতা ঢাবি শিক্ষক নাদির জুনাইদ যৌন হয়রানির অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর