Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ৩ পণ্য পাচ্ছে জিআই স্বীকৃতি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৭

ঢাকা: বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে আরও তিন পণ্য— যশোরের গুড়, রাজশাহীর পান ও জামালপুরের নকশিকাঁথা। এসব পণ্যের জিআই আবেদনের পরিপ্রেক্ষিতে জিআই জার্নাল প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন প্যাটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি)। দুই মাসের মধ্যে এসব আবেদনের কোনো বিরোধিতা না এলে এগুলো জিআই সনদ বা চূড়ান্ত স্বীকৃতি পাবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান সাংবাদিকদের এসব পণ্যের জিআই জার্নাল প্রকাশের তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এ নিয়ে এখন পর্যন্ত দেশে জিআই জার্নাল প্রকাশিত পণ্যের সংখ্যা দাঁড়াল ৩১টিতে। এর মধ্যে ২১টি পণ্য এরই মধ্যে জিআই সনদ পেয়েছে। বাকি ১০টি পণ্য রয়েছে জিআই সনদ পাওয়ার অপেক্ষায়।

আরও পড়ুন-

২০০৩ সালে বাংলাদেশে শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) যাত্রা শুরু করে। বর্তমানে এটি প্যাটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) নামে পরিচিত। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগের ফলে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ পাস হয়। এর দুই বছর পর ভৌগোলিক নির্দেশক পণ্য বিধিমালা, ২০১৫ প্রণয়ন করা হয়। এরপর থেকেই দেশীয় বিভিন্ন পণ্যকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

২০১৬ সালে জামদানি শাড়ি দেশের প্রথম পণ্য হিসেবে জিআই সনদ পায়। এরপর এখন পর্যন্ত জিআই সনদ পেয়েছে আরও ২০টি পণ্য। এই তালিকায় সর্বশেষ সংযোজন কুষ্টিয়ার তিলের খাজা।

জিআই সনদ পাওয়া বাকি ১৯টি পণ্য হলো— বাংলাদেশের ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম, বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুর কাটারীভোগ, বাংলাদেশ কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, বাংলাদেশের বাগদা চিংড়ি, বাংলাদেশের শীতল পাটি, বগুড়ার দই, শেরপুরের তুলশীমালা ধান, চাঁপাই নবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম, নাটোরের কাঁচাগোল্লা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম ও কুমিল্লার রসমালাই।

সারাবাংলা/জিএস/টিআর

জামালপুরের নকশীকাঁথা জিআই জার্নাল জিআই স্বীকৃতি ডিপিডিটি যশোরের গুড় রাজশাহীর পান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর