একুশে বইমেলায় রাসেল আশেকীর ‘বঙ্গবন্ধু, কোথায় লিখব মহাকাব্য’
২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫২
ঢাকা: অমর একুশে বইমেলায় এসেছে কবি রাসেল আশেকীর মহাকাব্য সিরিজের প্রথম কাব্যগ্রন্থ ‘বঙ্গবন্ধু, কোথায় লিখব মহাকাব্য’।
নিজের কাব্যগ্রন্থ সম্পর্কে রাসেল আশেকী বলেন, এই মহাকাব্যটি সূফিবাদ উত্তর আধ্যাত্মিক পরাবাস্তবতার অমূল্য সম্পদ, যা নতুন মেটাফোর, মেটাফিজিক্স ও স্ট্রিংতরঙ্গের খনি, মানুষ নামের অন্তরগ্রহের জাগরণী এবং অন্তরশিল্পের শিল্পভূমি, যেখানে বঙ্গবন্ধু এসেছেন নতুন রূপে নতুনতর মাত্রায়। সেই সঙ্গে হৃদয় প্রজ্ঞায় এসেছে আসল মানুষ ও প্রেম-প্রশান্তির দাওয়াই।
তিনি জানান, মহাকাব্য সিরিজের প্রথম কাব্যগ্রন্থটিতে তিনটি পর্ব দিয়ে সজ্জিত। সেগুলোর শিরোনাম— ‘বঙ্গবন্ধু, কোথায় লিখব মহাকাব্য’, ‘আসল মানুষ’ ও ‘আশেকীর দাওয়াই’।
বইটির পরিবেশক পাঠক সমাবেশ ও কবিতাচর্চা। ‘কবিতাচর্চা’ নামক প্রকাশনী সংস্থার স্বত্বাধিকারী কবি বদরুল হায়দার জানান, গ্রন্থটি বইমেলায় কবিতা-পাঠকদের মাঝে সাড়া জাগিয়েছে।
কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ‘শান্তির প্রবেশ’। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রব এষ। বিনিময় মূল্য ৩০০ টাকা। পৃষ্ঠা সংখ্যা ৪৮।
কবি, উন্নয়ন উদ্যোক্তা ও শান্তিকর্মী রাসেল আশেকীর প্রকাশিত কবিতাগ্রন্থের সংখ্যা ২১টি। এর মধ্যে রয়েছে— ‘প্রেমিক এসেছি ফিরে’, ‘বইকন্যা সশব্দ পুরুষ’, ‘লালঘোড়া নীলঘোড়া’, ‘প্রেমভূমি’, ‘প্রেম ছাড়া কোনো পথ খোলা নেই’, ‘একটি ভাষণ একটি দেশ’, ‘ভালোবাসার সিলমোহর’।
অমর একুশে বইমেলা অমর একুশে বইমেলা ২০২৪ বইমেলা বইমেলা ২০২৪ রাসেল আশেকী