বিএনপির কারানির্যাতিত নেতাদের সঙ্গে মতবিনিময়
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৭
ঢাকা: কারানির্যাতিত নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।
সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক কারানির্যাতিত নেতাদের উদ্দেশে বলেন, ‘৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর নানা কায়দায় জোরালোভাবে দমন-পীড়ন শুরু করেছে।’
তিনি বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং তাদের কারান্তরীণ করা দখলদার ডামি সরকারের দৈনন্দিন কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা কারাগারে থেকে অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হয়েছেন এবং যারা এখনও কারাগারে দুঃখ-কষ্টের মধ্যে দিনযাপন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আপনারা ধৈর্য্য ধারণ করুন। এই গণবিরোধী ফ্যাসিস্ট সরকার আর বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের মসনদ তাসের ঘরের মতো ধ্বংস হয়ে যাবে।’
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, সদস্য আলী আকবর আলী, হাজী মো. ইউসুফ, আহসান উল্লাহ চৌধুরী হাসান, মোজাম্মেল হক সেলিম, এল রহমান, আলাউদ্দিন সরকার টিপু, মাহাবুব আলম মন্টু, আবুল হোসেন আব্দুল, এ বি এম এ রাজ্জাক, জিয়াউর রহমান প্রমুখ।
সভায় ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের ৬২০টি ইউনিট বিএনপির কারানির্যাতিত নেতারা জেলখানায় তাদের দুঃসহ যন্ত্রণা ও কষ্টের কথা তুলে ধরেন। আমিনুল হক তাদের বক্তব্য ধৈর্য্যের সঙ্গে শোনেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সারাবাংলা/এজেড/পিটিএম